বিবেকহীন আমি!


লিংকন


প্রতিদিন পত্রিকার পাতায় পাতায়,
বিভৎষ্য মৃত্যুর খবর পড়তে পড়তে,
কখন যে অমানুষ হয়ে গেছি,
কখন যে আবেগগুলো মরে গেছে
বুঝতেও পারি নি।


খুব মনে পড়ে এখনো,
ছোটবেলায় যখন খুনের খবর দেখতাম,
সারারাত ঘুমাতে পারতাম না,
আতঙ্কে কেটে যেতো আমার সারাটিক্ষন,
সারাটি দিন কেটে যেতো কষ্টের আবেশে।
খেতে পারতাম না ঠিক মতো।
মাথা কাটা হাত পা কাটা পেট বের করা,
রক্তাক্ত লাশের ছবি যেনো
মাথায় ঘুরতো চরকি পাকের মতো।


এখন আমি কেমন জানি আবেগহীন
বিবেকহীন শক্ত একটা মানুষ,
হৃদপিণ্ড মস্তিষ্ক  প্রাণ সবই আছে,
তবে কেনো জানি কাজ করে না,
আগের মতো আর।
আর করবেই বা কেমন করে?
প্রতিদিন খুন গুম হত্যার খবর
দেখতে দেখতে অভ্যস্ত আমি।


রক্ত দেখলেও এখন  আমার গা গুলিয়ে উঠে না,
মাথা ঝিমঝিম করে না,
অনিদ্রাও চেপে ধরে না আর বোবা ভুতের মতো।
দিব্বি আমি খেতে পারি এখন,
পারি সুখের নিদ্রায় মগ্ন হতে।


আচ্ছা তবে কি আমি মানুষ আছি?
নাকি মনুষত্ব হারিয়ে আমি আজ
বিবেকহীন জড় পদার্থে পরিনত হয়েছি?