ক্ষণকাল


লিংকন
২২/১২/২০২২


একলা সরক!
একলা পথিক!
একলা কাঁদে মন!
একলা সবার যেতে হবে-
এটাই চিরন্তন!


আসবে আলো!
বাসবে ভালো!
জীবন পূর্ণ করে!
একটুখানি মায়ায় রেখে-
থাকবে কাছে কিংবা দুরে!


থাকবে চাওয়া!
থাকবে পাওয়া!
মুঠো ভরা হাত!
তবুও যেনো শূণ্য লাগে
আরো আরো থাক!


পাপ আছে!
পুণ্য আছে!
আছে পরকাল!
সেথায় তুমি পাবে গিয়ে
যা করেছিলে-
তারই ফল!


সূর্য উঠে!
সূর্য ডুবে!
হারিয়ে যাবে দেহ!
সময়ের সাথে,
মুছে যাবে সব -
মনে রাখবে না আর কেহ!


কিসের বড়াই!
কিসের লোভ!
কিসের অহমিকা!
জীবনের গতি
থেমে যাবে যেদিন -
বুঝবে সবই ছিলো মিছা!