নব প্রভাতের স্বপ্ন!


লিংকন
০৯/১২/২০২২


মেঘাবৃত আকাশ!
চিল শকুনের তীক্ষ্ণ নখের আঁচড়ে,
ছিন্নভিন্ন শালিক চড়ুই!
বাতাসে ভাসে কান্নার করুন সুর!
পঁচা মাংসের বিভৎস্য গন্ধ!


দিশেহারা অনাগত সূর্য,
দানবের মাঝে প্রকম্পিত
অঙ্কুরিত নববৃক্ষ!
অকালে ঝরে শুষ্কপত্র!


একে একে নিভে যায়,
জোনাকির আলো,
আঁধার ঘনিয়ে আসে
শকুনির ডানায় ভর করে!


কোথাও কোন আলো নেই,
কোথাও কোন শব্দ নেই,
নেই কোথাও কোন স্পন্দন!


অনিশ্চিত জীবন ধুঁকেধুঁকে মরে,
সবুজ প্রকৃতির মাঝে!


তবুও নব প্রভাতের স্বপ্নে,
কেটে যায় জীবন জীবন খেলা!