নদীর মতো


লিংকন


নদী-
তোমার মতো হতে চেয়েছিলাম,
চেয়েছিলাম জীবন চলার পথে,
সব বাঁধা অতিক্রম করে এগিয়ে যাবো
তোমার মতো করে।
তুমি যেমন আপন মনে দু'কূল উর্বর করো,
শস্য শ্যামলে ভরে দাও বাংলার সবুজ প্রকৃতি,
তেমনি আমিও সফলতার সমস্ত কিছু দিয়ে,
সাজিয়ে নিবো আমাকে,
আমার সমাজকে,
একান্ত নিজের মতো করে।


জানো মাঝেমাঝে বাঁধা এসে দাঁড়ায়,
সমাজের কীটগুলো থামিয়ে দিতে চায়,
থামিয়ে দিতে চায় আমায়,
আমার স্বপ্নগুলো ।
তখন হারিয়ে ফেলি জীবনের সমস্ত খেই,
এলোমেলো হয়ে যায় সবকিছু।
জীবন নদীর চর যেনো জেগে উঠে,
অপূর্ণতার কালোছাঁয়া খসখসে
সাদা দাঁত বের করে হাসে।
তার অট্টহাসিতে দুমড়ে মুষড়ে যাই আমি।


তখনি ছুটে আসি তোমার কাছে,
ফিরে পাই জীবনের মানে,
উজ্জ্বীবিত হই তোমায় দেখে,
বিলিয়ে দিতে শিখি নিজেকে।