অনাগত পৃথিবী !


লিংকন


কে বলেছে তুই নষ্টা!
নষ্ট সমাজের কিছু
শকুনরূপী নষ্ট মানুষ,
তোকে খুবলে খেয়েছে,
রক্তাক্ত করেছে তোর দেহ,
তার'চে বেশি রক্তাক্ত তোর মন,
রক্তাক্ত তোর মগজ।


বীর্য ঢেলেছে উদরে তোর,
দিশেহারা স্তব্ধ বাক্যহীন তোকে
প্রয়োজনে বানিয়েছে ওরা পাগল।


জানি তোর একটা মন ছিলো ,
সেই মনে খেলা করতো
হাজারো প্রজাপতি,
পাখির কলকাকলিতে
ভরে থাকতো সারাক্ষণ।
মুক্ত আকাশে বিচরন ছিলো,
ছিলো স্বপ্ন ছোঁয়ার অসীম আকাঙ্খা।


অথচ তা কেঁড়ে নিয়েছে,
ক্ষনিকের আনন্দ পেতে,
কাঁচা মাংস লোভী শকুনেরা,
ঢেকে দিয়েছে তোর নিঃশ্বাস,
অনিশ্চিত কালো ছাঁয়ায়।


তুই চিন্তা করিস না,
মনে রাখিস না কোন শঙ্কা,
আগামী দিনের জন্য রেখে যাবো
এমন এক পৃথিবী,
যেখানে থাকবে না-
শকুনের আবাস, হুঙ্কার, পদচিহ্ন।


অনাগত শকুনের বীজ থেকে
তৈরী হবে তোর কোলে,
অনাগত এক নক্ষত্রের,
যার আলোয় আলোকিত হবে
এ পৃথিবী।