আমাদের আবার দেখা হোক
হোকনা সেটা শতাব্দী পরে
অজানা গল্পগুলো বলা হোক
জানা গল্পদের ভিড়ে


একটা বিকেল নয়তো সন্ধ্যা
কাটুক না আবার
সেই চিরচেনা পথে
যে পথে লেখা হয়েছিলো সূচনা
তোমার-আমার,আমাদের বন্ধন


আবার দেখা হোক,একবার দেখা হোক
ছোঁয়া হোক অনুভবে,তবুও স্পর্শ না হোক
মাঝে একটা অদৃশ্য দেয়াল থাকুক
তবুও দেখা হোক- শতাব্দী পরে!