রূপবতী,
কার লাগি আজ পুষ্প সাঁজে
দেহ তুমি সাজাও
কার লাগিয়া পায়ের নুপুর
সকাল সন্ধ্যা বাজাও
কার লাগি আজ কেশরাশি
উড়াও মুখপানে
কার লাগিয়া মুচকি হেসে
ঘোমটা দাও টেনে
কার লাগি আজ কপাল তোমার
চিন্তায় করো ভাঁজ
কার লাগিয়া উজাড় নিজে
কে হৃদয়ের মাঝ
কার লাগি আজ মন চঞ্চলা
বুনো রঙিন স্বপন
কার লাগিয়া সুখেরও বীজ
করো সদা বপন


রূপবতী,
ভালো থেকো, যেমন ভালো আছো
তারে নিয়া সুখে- আনন্দে
তোমার মতো বাঁচো