দূরে সরে আছো, বহু দূরে,
অপেক্ষার বালি-ঝড় বুকে,
অসহ্য সময় কাটে যেন
বিষাদের নীল অবসাদে।
প্রবল রিক্ত দীর্ঘশ্বাসে
ক্ষয়ে যায় সহনশীলতা।


দিগন্তে সূর্য  ঢলে গেলে ,
যে আঁধার পৃথিবীকে ছোঁয়,
স্পর্শহীন চোখের পাতায়
সেই অন্ধকার নেমে আসে।
  ফেরারী স্বপ্নগুলো খুঁজে ফেরে,
পরিযায়ী তোমার ঠিকানা।


হৃদয়ের কেন্দ্র থেকে তুমি
ক্রমশই দূরে সরে গেছো,
নদীর  প্লাবন তাই
তাসের ঘরের মতো
  বিশ্বাসের বাঁধ ভেঙে গেছে,
বানভাসি প্লাবনের টানে
খড়কুটোর মতো ভেসে আছি।


নিজের অস্তিত্বটুকু খুঁজে পেতে আজ
সীমাহীন আকাশের দিকে চেয়ে থাকি।