তোমায় ভালবাসিয়াছি বলে
ভুলিয়াছি আমি ছলনার ছলে।
তোমারই জন্য ছাড়িয়াছি ঘর,
আপনাকে করেছি পরের চেয়ে পর।
তোমারে লয়ে সাজিয়েছি স্বপন
ভাবিয়াছি তোমায় কতো না আপন।
সবই ছিলো ভুল মরীচিকা সম
প্রিয় তুমি নও, নও প্রিয়তম।
আমি করিয়াছি বড় ভুল
        চিনিতে পারিনি ফুল।
বৃথাই চেষ্টা করিয়াছি রাত জাগি
    আপনার মালা গাঁথিবার লাগি।
আমি অকারণে সময় করিয়াছি পার,
আলো তুমি নও, ছুটেছি পিছু আলেয়ার।
তোমারে প্রেম দিয়া যে সঁপি
নিশিতে জাগিয়া তোমাকেই জপি।
তোমারে ভাবিয়া যতন করি
              ঝরাই নয়ন বারী।
তব নাহি অভিযোগ তোমার তরে
শূন্য হাতেই আজ ফিরিলাম ঘরে।