মেঘ-বৃষ্টি

আজকাল যখন তখন মেঘ করে
আমি থামাতে পারি না।
বৃষ্টির ফোঁটাগুলো দেখতে পাই
আমি মাটির পানে
ফেলতে পারি না ।
আমার নির্নিমেষ চেয়ে থাকা
ইঁট পাটকেলের যথেচ্ছ আঘাতেও
ক্লান্ত হয় না,
আমার ঘুড়ি আমার লাটাই
আকাশ বুকে স্বস্তি খুঁজে মরে,
সাধ জাগে ওই অতল গাঙে
ডুব দিয়ে নিই সুখ,
আয়না জলে কেন আমার
কান্না ভেজা মুখ!!!

     -ঝুম্পা ব্যানার্জ্জী