#অকালশোক
***********


গভীরভাবে শোকাহত ,মর্মে শুনি ক্রন্দন ধ্বনি....
চুয়াল্লিশ বীরসেনার অকালমৃত্যু...কি ভাবে মানি...!!!
জাতীয় শোক আমাদের , তাদের হারিয়ে চিরতরে...
কি ভাবে পাওয়া যাবে শান্তি...খোঁজে মন ঘুরেফিরে ।


পুলওয়ামাই নিহত আমাদের সব সৈনিক ভাই....
তাদের স্মরণে শোনা ইস্তক...অন্তর কেঁদে যায় ,
হায় বিধাতা একি পরিহাস..!! এ কেমনতর বিচার...!!
আততায়ীরা কেন ভাবে না...এদিনও আসবে তার ..!!


রক্তক্ষরণে কি স্বাদ আছে রক্তপিপাসুদের মনে...!!
জাগো দেশবাসী , জাগো নেতামন্ত্রী , যুঝবে তাদের সনে ,
ছায়াযুদ্ধ এবার বন্ধ হোক সম্যক সমরে হই লিপ্ত...
ভারতবাসী দুর্বল নয় ,তাদের মন আজ খুব বিক্ষিপ্ত ।


সেনাভাইদের ঘরে নেমেছে শোকের ঘন আঁধার...
তাদের ঘরে আজ সূর্য ওঠেনি...শুধুই বিরাজে হাহাকার ,
কত মা হল সন্তানহারা , কত সন্তান আজ পিতৃহারা...
কত সদ্য সীমন্তিনীর সিঁথি হল সাদা...বৈধব্য পরম্পরা ।


ভারতজননী দেখ একবার তোমার সব বীরসন্তান...
তোমার রক্ষায় সদা সতন্ত্র সঁপছে নিজেদের জানপ্রাণ ,
মাসমাহিনা হয়তো পেটের দায়--দরাজ তাদের দিল...
কটা সন্তান এগিয়ে আসে বলতো খুলে মনের খিল...!!


সাহস তাদের বুকের বল , শিরায় বহে লাল শোনিত...
মৃত্যু তাদের শিয়রে দাঁড়ায়ে তবুও করে দেশের হিত ,
অতন্দ্রপ্রহরা দিবস রাতি....তাদের চোখে নেই ঘুম...
দেশ রক্ষার তাগিদে তারা প্রহরাতে থাকে নির্ঘুম ।


৭৮ গাড়ি ২৫৪৭ সেনা পুরো ব্যাটেলিয়নের স্থানান্তর...
৩৫০কেজি আরডিএক্স ভরা গাড়ির হানা তার উপর ,
কেড়ে নিল প্রাণ চুয়াল্লিশের , না জানি হবে আর কত..!!
হে ভগবান কাঁদে সব অন্তর আমার দেশবাসী আছে যত।


ভ্যালেন্টাইনের রক্তগোলাপ তাদের রক্তে হয়েছে রাঙা...
শুভেচ্ছা তাদের হল না দেওয়া , অশ্রু ঝরে বাঁধভাঙ্গা ,
দুই বাঙালী সহ আমার বাকি বিয়াল্লিশ সেনা ভাই....
স্যলুট-বিনম্র শ্রদ্ধাঞ্জলি-প্রণাম...নতমস্তকে সব জানাই ।
১৫৷২|১৯