আন্তর্জাতিক ভাষাদিবসে আমার শহীদ ভাইদের সশ্রদ্ধ শ্রদ্ধাঞ্জলি এবং বিশ্বের সমস্ত ভাষার প্রতি সম্মান রেখে


                       আমার মাতৃভাষা


অনন্য এই পৃথ্বী মাঝে         সকল ক্ষণে সকল কাজে
            জীবজগতের আছে নিজের ভাষা ,
খুশীর ভাব প্রকাশ করে          দুঃখে চোখে জল ভরে
            আক্ষেপের কথার বাহক...হতাশা ।


ভোরের বেলা পক্ষীকূজন    নিজভাষায় ডাকে সুজন
            ফুলের হাসি গাছের পাতায় ফোটে ,
মধুপ আসে গুঞ্জরিয়া        ফুল ছুঁয়ে যায় সুবাসপ্রিয়া
            ভাষার মাধূর্যে সবে সৌন্দর্য লোটে ।


প্রথম ফোটা মুখের বুলি       বক্ষ মাঝে রেখেছি তুলি
           পরমপ্রিয় সে ভাষাকে কেমন করে ভুলি !
সে যে আমার মাতৃভাষা        সুখে দুঃখে সকল আশা
           সর্বক্ষণে উচ্চারিত প্রাণের শব্দগুলি ।


তুলির টানে ক্যানভাসে          ইচ্ছা নানান রঙে ভাসে
           ভাবুকমনে আসে ছুতোয় নাতায় ,
মনের কথা সেই ভাষাতে      অনুভূতিদের প্রকাশিতে
           কলম দিয়ে আঁচড় কাটি খাতায় ।


সব বাঙালীর একটা প্রাণ      বিশ্বমাঝে পেয়েছে স্থান
           ঘুরে ফিরে নিজের ভাষায় আসি ,
আমার প্রিয় বাংলাভাষা       শ্রুতিমধুর ভীষণ খাসা
           মায়ের মতই তাকেই ভালোবাসি ॥