বাবুইপাখি রে বাবুইপাখি....
তোর বাসাতে নজর রাখি ,
অদ্ভূত তোর বাসার গড়ন....
অনেকটা ঠিক ভাসের ধরণ ।


                               বুনিস্ কি করে বাসাখানি...!!
                               ইচ্ছা আমার একটু জানি ,
                               লম্বা সব পাতা ছিঁড়ে...
                               বাসা বুনিস কোন্ ফোঁড়ে...!!


ঝুলিয়ে রাখিস একটুখানি...
নথের মত তার দুল দুলুনি ,
সকাল বিকাল রাত্রি ভোর...
দোল খাওয়াটা অভ্যাস তোর ।


                               দোল দোল দোল খাস যে বড়...
                               সাহসটা দেখি খুব যে দড়...!!
                               জোনাক জ্বালিস্ রাতের বেলা...
                               ছানারা কি তোর করে খেলা...!!


বাসার আবার দুটি ভাগ...!!
অন্দর আর বহির্বিভাগ...!!
অন্দরেতে রাখিস ছানা...!!
আর বাইরে বসে গল্প নানা...!!


                               কিচির মিচির ডাক ছেড়ে...
                               গানটি যে গাস..রাগটি কিরে...!!
                               হলদে বাদামী দুটি রঙের...
                               পুরুষ নারী দুটি ঢঙের ।


সার্থক তোর আরেকটি নাম...
তাঁতি হিসাবে বড্ড সুনাম ,
কোথার থেকে শেখা বল না...!!
আমাকে একটু শিখিয়ে দে না ॥


••••••১৯|৫|১৯•••••