জীর্ণ পুরাতনকে আঁকড়ে ধরি...
মায়ার পরতে পরতে রাখি বেঁধে ,
আবেশিত মনে শুধু পিছু চাওয়া...
অশ্রুসিক্ত বেদনা আবডালে রাখি ,
অবগুন্ঠণে মুখ ঢাকি ।


কতটা পেয়েছি হিসাব কষি না...
হারিয়েছি অনেক অনেক বেশী ,
বটবৃক্ষের শীতল স্নিগ্ধ ছায়া...
আশীর্বাদের হাতটি মোর পিতা ,
অনন্তলোকে বাসী পরমাত্মা ।


বন্ধু-বান্ধব ,সুধী ,হিতাকাঙ্ক্ষী জনে...
করজোড়ে করি স্বনির্বন্ধ অনুরোধ ,
দোষ ত্রুটি যদি কভূ করে থাকি...
কটূকথা যদি বলি কোনক্ষণে,
ক্ষমা করো নিজগুণে ।


পুরানো বর্ষ নিয়েছে বিদায়...
নববর্ষের হাতে ঘড়ির সময়কাঁটা ,
টিক টিক টিক চলবে সে ঠিক...
প্রতি পলে পলে করবে স্মরণ ,
বর্ষক্রমে বজায় চলন ।


হয়ত বা ছিলেম কোন এক কালে ...
কচিশিশু ,কিশোর ,তরুণদলে ,
তারুণ্যের রুধির বইতো শিরাই...
ক্রমশ হেঁটে চলা অনন্তের পানে ,
যে পথে হেঁটেছেন বহুজনে ।


আজি সবে মিলি করি আবাহন...
বর্ষ গতে নববরষের শুভলগণ ,
আজ হতে হাসিখুশী থাকবো সবে...
জীর্ণ পুরাতনী সব পিছে ফেলে ,
সুখে থাকা সব বিভেদ ভুলে ॥