#ভাবের #ঘরে
•••••••••••••••••••••••


মেঘের ভেলা ভাসিয়ে দিলেম নীল গগনে..
বাইবো তরী হাওয়ার স্রোতের উজানটানে ,
সঙ্গী যদি হতেই চাও বাড়িয়ে দিও হাত...
ভাসবে মোর সাধভেলা যতই থাকুক ঘূর্ণিপাক ।


দক্ষহাতে বাইবো তরী সঙ্গে যদি থাকো...
দিকভ্রষ্ট হবেনা ভেলা ভরসা খানিক রাখো ,
মেঘের ভেলা যাবে ভেসে চন্দ্রিমার সেই ঘাটে...
স্বপন কিছু কুড়িয়ে নেব স্বপ্ননীল সাগরতটে ।


আকাশপথে যাত্রীবাহী ভিড়বে ভেলা মাঝরাতে...
জোছনময় ঘাটসিঁড়ি তোমার আমার কল্পনাতে ,
নাইবো সেথায় স্নিগ্ধ আলোর চন্দ্রকলায়...
চাঁদের বুড়ির ফোকলা হাসির আপ্যায়নে ।


থাকবো না হয় বেশ ক'টি দিন সবটি ভুলে...
এ ভূবনের সব কলুষ ,কল্পমনের সিকেয় তুলে ,
মেঘরাজ্যে সাজানো বাগান তারায় ভরা...
যতন করে হাত বুলাবো সোহাগ করা ।


হাতের সাজি ভরবে শুধুই কুসুম তুলে...
কল্পমনের ফুল বাগিচার হরেক ফুলে ,
যতন করে গাঁথবো মালা আমরা দুজন...
আবেগে গাঁথা মালা দেবো খোঁপায় তখন ।


লক্ষ তারার ঝলমলে হার তোমার গলে...
অবাক চোখে তোমায় দেখি আত্ম ভুলে ,
সহসা খুব লজ্জা পাওয়া লজ্জিত মন...
শিহরণ জাগা স্নায়ুর তারে উষ্ণ আলিঙ্গন ।


সোহাগী ঠোঁট ঠোঁটের 'পরে স্পর্শ করা...
রাখবে বুকে আবেগ কথায় জড়িয়ে ধরা ,
আন্দোলিত চোখের পাতা অর্ধনিমীলিত...
বিসর্জিত ভবখেলা বিস্মরণে বিস্মরিত ।


স্বপনভঙ্গ ঘুম ভাঙ্গানীয়া গানের রেশে...
তোমার সনে ভেসে এলেম মেঘের দেশে ,
মোর ভাবের ঘরে চুরি করে আপন জনে...
আলাপিয়া গানের সুরে কল্প আলাপনে ॥


••••••••#ঝুমুর #বিশ্বাস ১১|০১|২০১৯••••••••