অবর্ণনীয় নিস্তব্ধতা -
সব যেন থমথমে কারও হস্তক্ষেপে ,
সকলের একত্রিত দীর্ঘশ্বাসেও ঝড় ওঠে না--
গাছপালা ভুলে গেছে কি মাথা নাড়তে ।
আমি দেখি , তুমি দেখো ,দেখে সবজনে...
তুমি তুমি করে মরে আনজনে ,
আকাশে মেঘের ঘনঘটা কখনো---
কখনো বা দৃষ্টি সুদূর নীল নভনীলে হারায় ।
হারায় চোখের ভাষা কারও যেন অন্বেষণে -
তুমি কি তবে অধরায় থাকবে !!
তাই কি পোষিত ইচ্ছা তোমার মনে মনে !!
তোমার নীরবতার মানে বোঝো শুধু তুমিই...
আর আমার !! নিস্তব্ধতায় অন্তহীন খারাপ লাগা ,
ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ প্রকোষ্ঠযুক্ত---
অলিন্দ নিলয় সহ পুরো অন্তরটা ॥