বলছি তোকে ওরে ও নারী-
দেখাস কেন রে সাহস ভারী...!!
ইচ্ছা তোর হবি কিনা স্বাধীন...!!
জেনে রাখ তুই চির পরাধীন ।


বাপের কাছে ছিলি যা রে তুই !
স্বামীর ঘরেও সেই রকমই থুই ,
বয়স হ'লে সন্তানের ঘরেও...
শান্তি পাবি না তুই যে মরেও ।


তোর আছে কি নিজের বাড়ি...!!
বলতো দেখি ওরে ও নারী ?
বাপের বাড়ি আর শ্বশুর ঘর...
আপন নয় রে , সবই তো পর ।


কোনো কালেও ছিল না কিছু...
বৃথায় ভ্রমিস্ আলেয়ার পিছু ,
আমার আমার যে করে মরিস...!!
মনে মনে কোন্ শান্তি ভরিস...!!


ভাবিস কিনা করছি চাকরী...!!
খরিদ যা করিস সব দরকারী ,
তবুও তোকে কৈফিয়ৎ তলব -
মাথায় বুলানো হাতটি পেলব ।


অফিস আদালত যতই কর...
সেক্সচুয়াল হেরাসমেন্টে তুই মর ,
আবাল বৃদ্ধা বনিতা যত---
ঘুরতে মানা তার ইচ্ছা মত ।


পদে পদে আছে বিপদ লেখা---
কামুক লোকের পাবি রে দেখা ,
সুযোগ পেলেই ছিঁড়েই খাবে...
দুই পা ফেঁড়ে আনন্দ পাবে ।


পুরুষ প্রকৃতি দুইই প্রয়োজন...
সৃষ্টি বহালে বিবাহ আয়োজন ,
অথচ দেখ তোর নেই কদর---!
বৃথা করিস্ তুই ফটর ফটর ।