চাই না নারীদিবস
************
একটা দিন ঘটা করে নাই বা হোল নারী দিবস...
তার জন্য করবোই না মোরা একটুও আফশোস ,
চোখ মেললেই দেখতে পাওয়া কাঁদছে কত নারী...!!!
কেউ বা হয় দিদি ,বোন ,দুহিতা অথবা সহচরী ।


চারটি দেওয়ালে বন্দী থেকে নীরবে ফেলে জল...
একটা দিবস পালন করলে কি হবেই সফল...!!!
পণের বলি হচ্ছে যে কত আমাদের জাতবোন...
ধর্ষণ আর লালসার শিকার ছাড় পায় কজন...!!!


জীবনটাকে বাজি রেখে জন্ম দেয় যে সেই মেয়ে...
তারাই কখনো ভোগের শরীর...মরে যে মার খেয়ে ,
শৌর্য দেখানো পুরুষজাতির উপার্জনের গরমে...
নারীও করে নারী নির্যাতন...মরছি ভেবে মরমে ।


নারী নির্যাতন কোথা না হয়...বলতে কি কেউ পারো..!!
ঘরে বাইরে লাঞ্ছনার শিকার ছোট থেকে বড়ো ,
মাতৃগর্ভে ঠাঁই পেয়েও অনেকে মাকে দেয় না মান...
গঞ্জনাতে জর্জরিতা...কতই সওয়া অপমান ।


হেঁসেল সামলানো মোটে নয় সহজ এসো একবার...
হাতা খুন্তী নিয়ে লড়াই করা ভাবো বারংবার ,
কাদের জন্য কিসের জন্য এমনটা কষ্ট করি...!!
লড়াই করে যারা সংসারের তরে তারা যে নারী ।


কাঁধে কাঁধ মিলিয়ে লড়তে পারি সমান দায়ভারে...
গৃহবধূ অথবা চাকুরীরতা...সবে লড়তে পারে ,
সংসারের খুটিনাটি পালন..নয় তো মোটে সোজা...
কথার খোঁটায় কেন মারে সমাজ..কেমনতর সাজা..!!!


তুমি মেয়ে ,তুমি নারী ,তুমি কেবল সর্বংস্বহা...
এ ভুলের হোক পরিবর্তন..শুনতে চাই না "আহা",
যথার্থ স্থান পাবে না নারী...সমাজ নিঠুর বড়ো...
নিজ অধিকার আদায় করতে নিজেই তুমি লড়ো ॥