ধূ ধূ প্রান্তর শুধুই ওড়ে ধুলিঝড় -
থেকে থেকেই মারে হল্কার ঝাপর ,
তীব্র রোদ্দুর দিবাকর শুধু ছাড়ে ...
জীবন্মৃত সবাই বেঁচেও আছে মরে ।


কেন এই হাল !ভাবাভাবি হল সার--
আখের গুছাতেই বিবেক অন্তঃসার !!
নিজস্বার্থ চরিতার্থে আপদের দল...
কংক্রীটের জঙ্গলে বাজায় মাদল ।


হরিৎ করেছে হরণ রাক্ষসের বংশ---
সর্বগ্রাসী ক্ষিদেতে বনরাজি ধ্বংস ,
শুকনো মাঠঘাট শুকনো তৃণরাজি...
প্রকৃতির কঞ্জুষি বরিষণে গররাজি. ।


কোন কালে সবুজ ছিল এখন অতীত...
ঋতুপর্যায়ের স্বভাব বদল....স্বপ্নাতীত ,
চারিদিকে হাহুতাশ প্রকৃতির কোপানল...
সূর্যের মহাতেজ ঢালে রোশনী অনল ।


বাঁচবার তাগিদে চেতনা আসুক মনে-
হাতে হাত রেখে শপথ বৃক্ষরোপনে ,
ফাঁকফোঁকর পেলে..লাগাতে হবে বৃক্ষ--
সবুজ সৃজন হোক আমাদের লক্ষ্য ।


শুধুমাত্র রোপনে হবে না কর্তব্যসাধন...
সন্তানসম যত্ন করা...নয় এটা পরধন ,
আজ যে তরুশিশু কালে সে মহীরুহ---
রপ্ত হলে অভ্যাস নয় মোটেই দুরুহ ।


পাখির কাকলীতে জুড়াবে মনপ্রাণ -
বাস্তুতন্ত্র বজায়ে বিজ্ঞানের মহাদান ,
সকলের হোক শপথ বনরাজি সৃষ্টি...
সবুজে সবুজ হেরি প্রসন্ন হোক দৃষ্টি ।


আবার আসবে ফিরে সময়ে ঋতুরা ...
আদর সোহাগ মাখা স্বভাব পরম্পরা ,
হাহুতাশ থাকবে না ঋতুতে ঋতুভোগ---
সুস্থ থাকবে শরীর দুরে যাবে সব রোগ ॥