#হাসনুহানা
•••••••••••••••••


মাতাল করা গন্ধে ভরা সন্ধ্যাবেলা
ঝিরিঝিরি রিমঝিম ঝরে সারাবেলা ,
ভোরের বেলী মনউদাসী পাগলপারা
সাঁঝের সুবাস বাউলমন বাঁধনহারা ।


চেয়ে দেখি আঙিনাটার এককোনে
বনবিথীকা মাঝে ফুটেছে নিজগুনে ,
আকাশের তারার মত উজ্জ্বলপানা
থোকা থোকা রাশি রাশি হাসনুহানা ।


তার মিঠে গন্ধে বাতাস ভারী আজ
প্রকৃতি সেজেছে যেন নববর্ষার সাজ ,
পড়েছে সে স্লেটরঙা মেঘবরণ শাড়ি
মাঝে হাসনুহানার কুঁড়ি কল্কাকারী ।


সবুজ সবুজ গাছ রঙ মনোহারী
ঝোপ ঝোপ ছোট গাছে ফুল বাহারী ,
সবে বলে আসে সাপ সুগন্ধের টানে
সুগন্ধ কি যে ভালো যে পায় সে জানে ॥