(শ্রমিক_দিবসে পৃথিবীর সমস্ত "মা" ও করোনা মোকাবিলায় নিযুক্ত সকল স্তরের মানবিক মুখগুলি সহ
আমার শ্রমজীবি ভাইবোনদের সম্মান জানিয়ে....)


বিশ্ব জুড়ে চলে হাহাকার মিছিলে মৃত্যু সারি
হচ্ছে কবর চিতায় জ্বলন লাশ ফেরে না বাড়ি ,
মারণ রোগের তীব্র কামড় সইতে যে না পারে
যম মানুষের টাগ অফ ওয়ারে যাচ্ছে পরপারে ।


এমনি যখন ধরার হাল দেশে ফেরার তাড়া
দেশে বিদেশে কর্মরত শ্রমিকরা দিশেহারা ,
অনিশ্চয়তার মস্ত তালা জীবিকার দরজায়  
অগণিত মানুষ কাজ হারালো একটি লহমায় ।


কেউ দেখেছে ঘরের মুখ...কেউ বা পরবাসে
অধীর প্রতীক্ষা ফিরবে ঘরে ; কাটাচ্ছে দিন আশে ,
পরিযায়ী শ্রমিক ওরা ভাগ্যের হাতের পুতুল
অর্থের আশায় পরিজন ছাড়া পরিশ্রমীর তুল ।


কোথায় গেল শ্রমদিবস কোথায় গেল টাকা
দেখছে চোখে সর্ষেফুল পকেট তাদের ফাঁকা ,
হবে তো দেখা আবার কবে ঘরের লোকের সনে
অপেক্ষার কবে হবে অবসান চিন্তা সকল মনে ।


রুদ্ধ দুয়ারে ঠুকছে মাথা কপাল ফুলে ঢোল
আট ঘন্টার শ্রমের চিন্তা এখন সবই গোল ,
হায় বিধাতা এমনি করে কি ভাগ্যলিখন নাশ !
জন্মক্ষণে এভাবে লিখেছো জীবিকার পরিহাস !!


স্থিতিশীল করো পৃথ্বীর বুক ফিরুক আপন ছন্দে
চিন্তার জাল ছিন্ন করো বাঁচুক সবাই আনন্দে ,
ফিরিয়ে দাও আগের মতো সেই স্পন্দিত প্রাণ
কলুষমুক্ত ধরার হাওয়ায় সব শ্রমেই দাও মান ॥