জীবনের মূলমন্ত্র
**********

প্রাণবায়ু যবে ত্যজে এ দেহ....
মায়ার ভূবন ছেড়ে ,
মরদেহ নিয়ে যাত্রা তখন----
আত্মীয়-বন্ধু সমাগমে ।

ভুলে সবি দোষগুণ তার....
জীবৎকালের করণ ,
হরিধ্বনি অথবা মৌনতা----
উপরওয়ালাকেই স্মরণ ।।