***#কথার #ফুলঝুরি***
××××××××××××××××××××××××××


মিষ্টি-কথা-----শুনতে ভাল , মন দেয় গলিয়ে---
তিক্ত-কথা-----বেজায় তিতো , মন যায় বিষিয়ে ।
ট্যারা-কথা-----নয়কো ভালো , মানুষ হয় পর---
বাঁকা-কথা-----জটিল ভারী , বোঝা খুউব দুষ্কর ।
টক-কথা-----কেমন যেন , সহ্য নাহি হয়---
ঝাল-কথা-----অসহ্য যে , অঙ্গে জ্বলে যায় ।
সহজ-কথা-----খুব সহজ , সহজেই তা বুঝবে---
জটিল-কথা-----বক্রোক্তি যেন , শুনলেই ঠাওরাবে ।
সত্য-কথা-----র নেইকো মার , বুকে আনে বল---
মিথ্যা-কথা-----দোষ ঢাকতে , কত না ছলাকল ।
বড়-কথা-----শোনাতে পারে , অনেক অনেক জন---
ছোট-কথা-----ই লাগে ঘা , শোনায় বল কেমন ।
রসের-কথা-----বস করে , তুমি যেমনটি চাও---
রুক্ষ-কথা-----হাওয়াই ভাসে , স্বভাব বদলাও ।
কাষ্ঠ-কথা-----কেঠো কেঠো , কানে ভারী বাজে---
ভিজে-কথা-----চিড়ে ভেজায় , সত্যিই কি তা সাজে ।
ধমকে-কথা-----ভয়টা বাড়ায় , মনে যতই ভাবো---
আদুরে-কথা---কাজ বেশী দেয় , মানো চাই না মানো ।
লাজের-কথা----লজ্জা ভারী , কান যে গরম করে---
নির্লজ্জ-কথা-----ই লাজ বাড়ায় , লাজে নাহি মরে ।
মানী-কথা-----মান বাড়ায় , রপ্ত করো গো সবে---
অন্যায়-কথা-----সর্বস্থানে , কখনও না কবে ।
সুখের-কথা-----সুখ বাড়ে , মন যে উৎফুল্ল---
দুখের-কথা-----অশ্রু ঝরায় , মন নাহি প্রফুল্ল ।
ছেঁদো-কথা----কাজ কি করে , আছে সবার জানা---
মোদ্দা-কথা-----ঠিক কথা কও , বেঠিক বলা মানা ।
পাকা-কথা-----মিষ্টি ভারী , কচিকাঁচারা বলে যদি---
লাখ-কথা-----খরচা করো , ঠিক করতে বিয়েশাদি ।
বেশী-কথা-----বললে জেনো , নাম তার বখাটে---
অল্প-কথা-----কার্যকরী বোঝায় , ঠাটে বাটে ।
কথার-কথা-----অনেক কথা , বলবে না কখনো---
স্বল্প-কথা-----যে বলে তাকে , মিতভাষীই জেনো ।
বাস্তব-কথা-----ভীষণ দামী , যদি কেউ বলে---
অবাস্তব-কথা----ভিত্তিহীন , কাজ হয় না আলেকালে ।
স্মৃতি-কথা-----স্মৃতির পাতা , পূর্ণ করে রাখে---
বিস্মৃত-কথা-----কখনো বা , ফেলে বিপদের সম্মুখে ।
প্রেম-কথা-----ভিন্ন ভাবে , প্রয়োগ করা যায়---
আবেগী-কথা-----হৃদয়মাঝে , সদা নেয় ঠাঁই ।
রূপ-কথা-----সব ভোলাতে পারে ,দস্যি দামাল যত--
চুপ-কথা-----সব মনেতে রয় , ভাবো মনের মত ।
শাস্ত্র-কথা----সবাই কি আর , মেনে চলে সব সময়---
ধর্ম-কথা-----বুজরুকি , ভাবে নাস্তিক মহাশয় ।
কথার-কথা-----কইতে মানা , বললেই ঝামেলা---
কথাই-কথা-----বাড়ে বলেই , থামলাম এ বেলা ।


××××××××#ঝুমুর #বিশ্বাস ২৮|৮|১৮ ××××××××