***মেয়েসত্তা***
============


সমাজের অনেক চোরাগলিতে----
আছে চোরা কুঠুরি অলিগলিতে ,
অলিন্দে অলিন্দে গুমরে কাঁদে---
কত মেয়ে তার অব্যক্ত যন্ত্রণা নিয়ে ,
কান পাতলে শোনা যাবে গোঙানী---
খেয়াল করে না কেউ---
সে যে মেয়ে.....


যন্ত্রণাক্লিষ্ট অস্ফুট শব্দে----
গর্ভস্থ কন্যাটি প্রাণ দেয় অকালে ,
অপাঙ্ক্তেয় সে---নষ্ট হ'ল...মেয়ে বলে ।
তার কান্না কি গেল কারো কানে---!!!
কুরে বের করা টুকরো টুকরো খণ্ডে---
নিজের অস্তিত্বের দিল যথার্থ প্রমাণ---
সে যে মেয়ে.....


যদিও বা থাকলো কোনক্রমে বেঁচে---
তার শৈশব হল হরণ -
পরের ঘরে যাওয়া তার ভবিতব্য---
হিসাব নেই অলক্ষ্যে ঝরলো কত জল
নিজের চেনা গণ্ডিটাতে আসায় বাধা---
প্রতি পদে শাসনের কঠিন বেড়াজাল---
সে যে মেয়ে.....


তীব্র তীক্ষ্ণ বাণ বেঁধে সোজা বুকে---
বাক্যবাণে জর্জরিতা -
সন্তান আর সংসারের শতেক কাজে---
আপন করলো....নিজজনে ছেড়ে অপর সকলকে ,
দিবারাত্র পরিশ্রমের কোন মূল্য কি আছে---!!!
দেহপাত করা পরিশ্রম
মূল্যহীন পরিবারের চোখে ।
সে যে মেয়ে....


হারিয়ে গেল তার যৌবন---
যত সব সুপ্ত ইচ্ছা ছিল মনে---
তাও গেল হারিয়ে ক্ষণে ক্ষণে ,
গলা টিপে কবরস্থ হল সকলের অজান্তে---
এক বুকভরা কান্না আর দীর্ঘশ্বাস ,
কেউ কি খেয়াল রাখে !!
সে যে মেয়ে.....


অলক্ষ্যে মোছে অশ্রু অঞ্চলপ্রান্তে---
জলে ভেজে বালিশ প্রতি রাতে ,
পুরুষশাসিত সমাজব্যবস্থা---
দাবিয়ে রাখে তার সমস্ত ইচ্ছাগুলোকে ,
পায়ে পায়ে বেড়ি চলার পথে---
বেশী বুঝদার তার হতে মানা ,
সে যে মেয়ে .....।।