হাতছানি দেয় মৃত্যু শিয়রে দাঁড়ায়ে ,
আত্মা ভিক্ষা চায় করজোড়ে সবিনয়ে।
কাজ যে অনেক বাকী হয়নি সময়,
সে গুলো করিতে শেষ দাও গো সময়।
হাসিতে হাসিতে বলে অবুঝ মরণ,
সময় যে নাই তোর এসেছি শমন।
জন্মিলে মরিতে হবে এ যে অনিবার,
তবু আশঙ্কিত মন, কর পরিহার।
বৃথা কালক্ষেপ আর নাই যে সময়,
যাহা কিছু আছে পড়ে সে তোমার নয়।
যাহা দিয়েছিল কাল সে সময় শেষ,
এখনই ত্যজিতে হবে এই নির্দেশ।
অমোঘ সত্য এ যে করাল ও নিঠুর,
থাকিলে জীবন আজ মরণ অদূর।
........৯|২|১৯.......