#নেতাজী #তোমায় #প্রণাম
•••••••••••••••••••••••••••••••••••••••••


গাহি নেতাজীর জয় গাথা....
সশ্রদ্ধায় আনত করি মাথা ,
জন্মদিন আজ ২৩শে জানুয়ারী....
স্বাধীনতার স্বপ্ন দেখানো দিশারী....
শৈশব হতে স্বদেশীয়ানায় লিপ্ত....
বীরসুভাষের আহ্বানে দাসত্ব উদ্দীপ্ত ।
মানবোনা আর ইংরেজের অধীনতা....
রক্তের বিনিময়ে আনবো স্বাধীনতা ,
উত্তাল ভারত আসমুদ্র হিমাচলে....
বিদেশীশাসকের সিংহাসন উঠলো টলে ।
আকাশে বাতাসে মুখরিত ধ্বনি....
ভারত ছাড়ো ইংরেজ বাহিনী ,
আজাদহিন্দ বাহিনীর সশস্ত্র অভিযানে....
মহিলারাও সামিল সশস্ত্র রণে....
ব্রাত্য হলেননা সাহসিনী মহিলাচিত্তে ....
নারীশক্তির ১ম অভ্যুথান যুদ্ধবাহিনীতে ।
ফুটন্ত যৌবনের চনমনে রক্ত....
বীরসুভাষের ডাকে সামিল দেশভক্ত ,
স্বাধীনতা চায় স্বাধীনতা চায়....
প্রতিধ্বনি বার বার অনুরণায় ।
দাসত্বের শৃঙ্খল ওঠে ঝনঝনি....
মুক্তি পাবার আশে ভারতজননী ,
রণদামামা আর দুন্দুভির শব্দ ....
বিদীর্ণ করে পরাধীনতার নৈশব্দ ।
ঝংঙ্কৃত হয় দিক হতে দিগন্তরে....
বৈপ্লবিক চৈতন্য প্রতি অন্তরে ,
হে বীরসৈনিক নেতাজী সুভাষ....
জনমানসে জাগে স্বাধীনতার আভাস ।
নিজের সুখ দিয়ে বিসর্জন....
ইংরেজ হঠো....হুঙ্কারী গর্জন....
অহিংস নীতির ঘোরতর বিরোধী....
জার্মান সিঙ্গাপুরেও ছড়ায় পরিধি ,
ইংরেজ স্তাবকতায় হানো পদাঘাত....
আজাদহিন্দ বাহিনী হানে আঘাত ।
মনে পড়ে সেই ৯৭দিন....
সাগর বক্ষে ধাবমান সাবমেরিন....
দেখেছকি সূর্যোদয় আর সূর্যাস্ততে....
জাফরানি রঙের বিচ্ছুরণ সাগরতটে ।
স্বাধীনতার ঘোর স্বপন তববক্ষে....
উদয়াস্তের শোভা মলিন দুচক্ষে ,
একটাই স্বপ্ন মানসপটে পোষণ....
বন্ধ হোক গোরাশাসকের তোষণ ।
দেশ মাতৃকার পরাধীনতার যন্ত্রণায়....
বিদগ্ধ অন্তরের অশ্রুসিক্ততা কান্নায় ,
"দিল্লী চলো"হুহুঙ্কারিত আহ্বানাতি...
রক্তের বিনিময়ে স্বাধীনতার প্রতিশ্রুতি ।
গোমোস্টেশন কালকামেলে তব অন্তর্ধান....
রচিত হল অসীম ব্যবধান ,
আজও খোঁজাখুঁজি দেশে দেশে....
আশেপাশেই হয়তো আছো ছদ্মবেশে ।
রুদ্ধশ্বাস জয়মধ্যে....স্বাধীনতা এলো....
ইংরেজ তোমার ভারত ছাড়লো ,
দ্বিখন্ডিত হল ভারতমাতা নিজস্বার্থে....
পদলোভীদের ক্ষমতার স্বার্থ চরিতার্থে ।
পরাধীনতার শৃঙ্খল মুক্ত দেশমাতৃকা....
তব ললাটে উদ্ভাসিত জয়টীকা ,
অসম সাহসিকতা তোমার রক্তে....
আজি স্মরণে ব্রতী সবভক্তে ।
পদলোভ ত্যাগী লিপ্ত বিপ্লবে....
তোমায় বরণ করি ফুলপল্লবে ,
তোমায় স্মরি দেশাত্ববোধক গানে
চিরস্মরণীয় তুমি মোদের মনে ॥