ফার্ফো বালা গালার বালা হরেক রকম এর নাম
স্যাঁকরা থেকে শোরুম হয়ে গৃহস্থের ঘরে ধাম ,
সারদাবালা নক্সা মনে হাতের বালাতে মাসারদা
ঠাকুরের কাছে বালার বায়না করেছিলেন মা একদা।


যেমন হোক যা হয় হোক ধাতুর যে মূল্য অনেক
ইচ্ছা মনে থমকে গিয়ে ভাবতে হয় দাঁড়িয়ে ক্ষনেক ,
নকল গয়না বাজারময় ইচ্ছা মনের মিটুক না হয়
অনুষ্ঠানে চুটিয়ে পরা চুরি যাবার নেই কোন ভয় ।


যতই বাড়াক হাতের শোভা বলছি মেয়ে শোন কথা
গয়না রূপে যতই আসুক এর পিছনে আছে ব্যথা ,
দাসপ্রথাতে দাসদাসীদের হাতে থাকতো লৌহবেড়ি
সেই বেড়িটাই সভ্যসমাজে আভিজাত্যে অহঙ্করী ।


এ যে তোকে বাঁধতে চায় ভেবে দেখ আমার কথা
কেন রে তুই বালা হাতে বদ্ধ থাকবি কেবল অযথা ,
আর থাকিস না অন্ধকারে শরশয্যা আর রচিস না
অলঙ্কারের বাঁধন ছিঁড়ে মেলে দে তোর ইচ্ছেডানা ॥


                        ~ ●●●●● ~