#পারানির #কড়ি


ওপারে বৈঠা হাতে নাও 'পরে বসে মাঝি ,
পার করে দাও গো ভাই না হয়ে গররাজি ,
পারানি কি আছে সাথে !
তবে সেটা রাখো হাতে...
আসছি সবুর করো ,কোরো না কারসাজি ।


কি যে বল মাঝিভাই !পারানির কড়ি নাই ,
কেউ কি আনতে পারে আসার সময় ভাই !
ভালোবাসা আছে সাথে...
রাখা আছে তাই হাতে....
তাড়াতাড়ি পার করো , মুঠো ভরে দেব তাই ।


এ আবার কেমন কথা শোনালে গো তুমি !!
পারানির কড়ি ছাড়া...পাড় করি না তো আমি !
ওটা আমার চাইই চাই...
পারানি ছাড়া গতি নাই...
বিনিময় ছাড়া--পাড় করিনা ,জানেন স্বামী ।


ধরণীর কোলে যে...সবাই আমার আমার বলে !
আঁকড়িয়ে ধরে রাখে বলো তবে কোন ছলে !
সব ফেলে ধরাধামে...
পথ চলা অন্তধামে...
চার কাঁধের সওয়ারী হয়ে চিরতরে যায় চলে ।


শোন তবে মাঝিভাই, ছোট একটা  কথা কই ,
আমার আমার করে সামলে সব বেঁচে র'ই ,
শেষের দিনটা এলে...
চারদিকের সব ফেলে...
অব্যক্ত যন্ত্রণার মাঝে কায়া মায়ার ঢেউ বয় ।


শেষ নিঃশ্বাস ত্যাগ ক'রে যখন যে যায় চলে !
বহুকষ্ট ছেড়ে যেতে পরিবার পরিজন ফেলে ,
তবু লেখা বিধির বিধান...
নেই তিল মাত্র পরিত্রাণ...
শ্রদ্ধা অশ্রদ্ধা সহ ভালোবাসা দেয় ঢেলে ।


তবে তুমিই বলো মাঝিভাই কোথা পাব পারানি !
নিঃসম্বল আমি যে শুধু ভালোবাসা দিতে জানি ,
ঝোলা ভরে তাই নাও...
ওপারে পার করে দাও...
ভালোবাসা যে সে নয় ! মানির মান দেন মানি ॥


•••✍ঝুমুর•••