***পিতৃমননে সন্তান***
==============


চেনা অচেনার কাব্যকথা---
শয়নে স্বপনে চিন্তনে ,
চিন্তাক্লিষ্টা সদা চিন্তিত---
ভাবিত পথভোলা অনুক্ষণে ।


দিবানিশির কোন সুলগণে---
জন্মিল শিশু সদ্যনূতন ,
অপলক মধুর দৃষ্টি----
তারে করে অবলোকন ।


কোথা ছিলি বাছা---!!!
এলি কোথা হ'তে ক্রোড়ে--!!!
অন্তরের সবটা নিলি তুই---!!
আছিস্ হৃদয় জুড়ে ।


আশাতীত ঈশ্বর প্রদত্ত---
আমার নয়নের নিধি ,
জগৎটাই মিঠে আজ----
বাদ যেন না সাধে বিধি ।


নিজের সর্বস্ব দিয়ে---
গড়ে তুলবো তোরে ,
আদর্শ পিতা হবার সাধ---
পোষণ করি অন্তরে ।


মাতৃগর্ভে যেদিন প্রথম---
অনুভবি তোর উপস্থিতি---!!!
অপ্রকাশ্য ভালোলাগা -
অনুভবে নিরন্তর নিরবধি ।


অপেক্ষার হ'ল অবসান---
তোর ওয়াঁও ধ্বনিতে ,
পুলকিত মোর সর্বাঙ্গ----
তাহা অপারগ প্রকাশিতে ।


সোনামনি...বাছাধন তুই---
তুই যে মোর ইহকাল ,
আদর্শ সন্তান রূপে সদা হেরিব -
ইহাই মোর পরকাল ।


মানুষের মত মানুষ হবি---
এ-ইচ্ছা সতত করি পোষণ ,
সকলের পাশে বন্ধু হিসাবে -
রবে মোর বাছাধন ।


ডাক্তার কিংবা ইঞ্জিনীয়ার---
হ'তেই হবে এ নাহি চিন্তনে ,
আদর্শ মানুষ হবার মন্ত্র---
জাগরিত হোক তব মননে ।


সুখে দুখে সদা বিরাজিবে---
আতুর অনাথ শোকাতুর পার্শ্বে ,
বাস্তবের সকল দুঃখে কষ্টে---
স্বহৃদয়তার ছোঁয়া রবে তব স্পর্শে ।


আমার যা কিছু অক্ষমতা---
ঢাকা প'ড়ে যাবে ফুসমন্তরে ,
বাঁচার মত বাঁচতে হবে---
বিরাজিবে সদা সকলের অন্তরে ।


অচেনা ছিল যে পিতৃসত্তা---!!!
আজ বড় চেনা চিন্তনে -
চেনা অচেনার ধারাবাহিকতা----
বিরাজে সৃষ্টিরসের আলিঙ্গনে ।।
==================