দুটি মন বাঁধে ঘর স্বপ্ন-বালুচরে...
এরকমটি কেন বা হল ! ভাগ্যের কি বিচারে !
দিনভর অপেক্ষা সারাদিন শুধু আশ...
এই বুঝি আসে ডাক , বুকভরে নেবে শ্বাস ।


প্রতীক্ষা কেন এতো বোঝে না তো দুটি মন...
নিয়তির পরিহাসে লেখা হয়তো এমন...!!
কখনো অনুরাগ ভরা ,কখনো বা অভিমান...
বিধাতার নিঠুরতায় পাবে না যথার্থ মান ।


দুজনায় এক ঠাঁই স্বপনের রচা ঘরে...
সুখ দুঃখ ভালোবাসা সব আছে এ সংসারে ,
ভাবঘরে নাড়া বাঁধা কোন্ জনমের লেখা...!!!
একান্ত আন্তরিকতা কিছু থাক অলেখা ॥


২২|৪|১৯