ঝিরিঝিরি এই ভাদরে          জড়িয়ে সুখের চাদরে
           শ্রাবণ করে নিভৃত আলাপন ,


কাদায় ভরতি রাস্তাতে        মরছি ঘোর অশান্তিতে
           লাগছে যে ভীষণ জ্বালাতন ।


কোথায় আছে কাশফুল     শিউলী শাখে সে মুকুল
           সাজিয়ে রাখে এ ধরিত্রীকূল ,


বইবে স্রোত নদীবুকে         হঠাৎ প্রাপ্তি অচিন সুখে
           শরৎকাল যে হয়ে যাচ্ছে ভুল ।


কানা বকরা খালে বিলে     পানকৌড়ি অতল তলে
            মাছের আশায় হচ্ছে উন্মুখ ,


কোথায় সে তুলোর রাশি    বাদলামেঘ যাচ্ছে ভাসি
            ঝরে পড়ায় পাচ্ছে নিজে সুখ ।


আকাশটা গোমড়া মুখে      আছে বুঝি অসীম দুখে
            নাইছে না শরৎকালের রোদে ,


সংজ্ঞা সব বদলে গেছে      বইখাতাতে লেখা আছে
           মৌন প্রকৃতি লিপ্ত প্রতিশোধে ॥