ভুল করেও তো স্মৃতি হয়ে থাকা...
ছেলেমানুষির ভুলের মাশুল গোনা...
অব্যক্ত যন্ত্রণা হৃদয় মাঝে ,,
ক্রমাগত আসা ঊর্মিমালাতে দিশাহীন আমার তরী...
পারবে কি যোগ্য কান্ডারী হতে...???
হয়তো তুমি হাসবে মনে মনে....
ভাবতে পারো এটা একটা নাটক হবে হয়তো ,
তবে তাই হোক...নাট্যমঞ্চের কুশীলবই না হয় হলাম ।
তুমি আমাকে শোনালে রবিকথা...
শাপমোচনের প্রতিচ্ছবি চোখে...
কদর্যতা তো সাময়িক মন্দলাগা গো ,
ভালোলাগার আসল সৌন্দর্য তো মনেই বিরাজে...
কজনে তা বোঝে....!!
হ্যাঁ গো বলো না চিনেছ কি ! সত্যি করে বলো না ??
কদিনেরই বা পরিচয়...এইতো সেদিনের কথা...,
পাশাপাশি বাস করা কতবছর...
মনের হদিস পাওয়া...তাও অতি দুষ্কর ,
অবিশ্বাস জাগে মাঝে মাঝে ,এই তো সেদিনের পরিচয়...
যদি পেতে চাও নিষ্কৃতি...দেব চিরতরে ,
শুধু স্বপ্নে আমাকে রেখো একটু সোহাগ করে....
আমি স্বপ্নের মাঝেই জেগে রবো....
সোহাগে আদরে সিক্ত হবো ভোরের শিশির সিক্ততায় ।