সমুদ্র সৈকতের বালি দিয়ে বেঁধেছি মোর ঘর ,
এক প্রকান্ড ঢেউ আছড়ে পড়ে তার উপর---
নিমেষে ধুয়ে গেল সব স্বপ্ন---
মনের গোপনে যা উৎপন্ন---
প্রতিপন্ন হল না ,যা ছিল বোধহয় নিছক খেলাঘর ,
হারিয়ে গেল..যে স্বপ্নগুলো ,তার আবেশে বিভোর ।


খড়কুটো দিয়ে বাঁধা পাখিদের মত..মোর বাঁধা ঘর ,
এক দমকা ঝোড়ো হাওয়ায় ভাঙ্গলো ,হলাম বেঘর---
তিলে তিলে গড়ে ওঠা ইচ্ছাগুলো---
চোখের পলকে হল এলো মেলো---
অশ্রুসিক্তা হয়ে দুহাতে আঁকড়ে ধরা , ব্যর্থতা দিবসভর ,
কুড়ে কুড়ে খায় এক একান্ত নিঃসঙ্গ বিদগ্ধ অন্তর ।


আধুনিকতার প্রযুক্তি দিয়ে গড়া যে ঘরটি আবার ,
হিসাবের ভুলে তাও ভেঙ্গে হল ছারখার---
ঘর বাঁধার প্রচেষ্টাই পুনঃ বিফলতা---
বারংবার শুধু শুধুই ব্যর্থতাই ব্যর্থতা---
হিসাবের কিবা হল ত্রুটি ,অনুসন্ধানী বার বার ,
আকাশ পাতাল চিন্তার মাঝে অশ্রু ঝরা নিরন্তর ।


মনের অন্দরে গড়েছি প্রকান্ড এক রাজপ্রাসাদ ,
একটু সেথা জিরিয়ে নেওয়া মনেতে এলে অবসাদ---
আসুক না কেন প্রকান্ড ঢেউ---
আসুক ঝড় অথবা অজানা কেউ---
সাধ্যি কি তার ভাঙ্গবে তারে !! দিক না যতই অপবাদ ,
হোথায় আমার স্বপ্নগুলোর নিত্যনূতন করি আবাদ ।


মনমন্দিরে বাঁধা মোর সুখের রাজপ্রাসাদ ,
হোথায় রাখা যত সুখ দুঃখ বিবাদ অপবাদ-
সেই প্রাসাদে করি অবাধ বিচরণ---
হোথায় আমার সুখের সুখসঞ্চারণ---
কোথাও রাখি দুঃখগুলো , কোথাও বা রাখি বিবাদ ,
সুখগুলো সব করি বিতরণ ,আগলে রাখি প্রাসাদ ।