এই তো সেদিন আঠেরো এলো দোরগোড়ায়...
কবি সুকান্তের আঠেরোর জয়গান করলাম ,
মনে মনে মিলাতে থাকলাম টগবগে রক্তকে...
বয়স যখন আঠেরো তখন কেমন ছিলাম...!!


আমার আঠেরোর রক্তের মত ফুটলো নাতো...!!
কই দামাল হয়ে উঠলো না তো আমার মত....!!
ভেবেছিলাম আঠারো হয়তো হবে ডানপিটে...
দস্যিপনাতে ভরিয়ে তুলে বাঁধবে আষ্টেপিষ্ঠে...!!


সাবলম্বিতার ভ্রূকুটি দেখাবে চোখ রাঙিয়ে...
অন্যায় দেখে করবে প্রতিবাদ ঘুঁষি বাগিয়ে ।
চাওয়া পাওয়ার হিসাব করতে গিয়ে দেখা...
হারিয়েছি অনেক...পিতৃবিয়োগ হারানোকথা ।


মাথার 'পরের আশ্বস্তের হাত সরেছে চিরতরে...
চোখের জলে বিষন্নতায় বিদায়ী আঠেরো রে ।
মোর ঊনিশকে হারিয়ে আবার ঊনিশে পড়েছি...
আনন্দোল্লাসে মন ভালো রাখার চেষ্টাও করছি ।