প্রাণের সখি আমার ছিলো সেরা অভিনয়ে
কান্নাকাটি করতো কত আমার বুকের মাঝে
বলতো আমায় কান্না কষ্ঠে, বিশ্বাস আমি করিতাম সবই
আমায় ছাড়া বাঁচবে না নাকি এই জগ্যত সংসারের মাঝে
কোটিপতি পোলা পেয়ে ভুলে গেলো সখি মোরে
আমি নাকি বেকার পোলা মানবে না তাহার পরিবারে
তাইতো সখি আমার চইলা গেলো কোটিপতির ঘরে
সখি আমায় জিন্দা একটা কবর দিয়ে
তাহার প্রেমে ছিলাম আমি কত যে পাগল
পাগল বলেই ডাকে লোকে যে আমায় এহন
খোদা তুমি করিও বিচার ঐ বেইমানিটার
কত দুঃখ দিয়া চইলা গেলো যে আমায়
আমি শুধু জানি আমার কষ্ট কতখানি
কার বাসরে, কার আদরে তুমি এখন হাসো
আমি বেকার বইলা চইলা গিয়া আছো তুমি ভালোই।।