চলছি ফিরছি ভালোই আছি আজ
নেই চিন্তা নেই টেনশন আনন্দেই আছি বেশ
ভুলে গেছি তাই, মনে নাই আর
আমিও যে লাশ হবো, চলে যাব দুনিয়া থেকে
পারবে না কেউ আটকিয়ে ধরে রাখতে আমায়
সব মায়া ছিন্ন করে, চলে যাব একা না ফিরার দেশে
তখন সবাই বসবে, আমার লাশের চারিপাশে
মন ভরে দেখবে আমায়, কেউ কান্না জলে ভাসবে আবার
কেউ কেউ তখন কাটবে বাঁশ, খুরবে একটা কবর
আমার লাশের গোসল শেষে, দাড়িয়ে যাবে জানাযারে তখন
সকল নিয়ম পূর্ণ করে, আমার লাশ রাখবে কবরের মাঝে
থাকব আমি একা তখন, সুয়ে ঐ অন্ধকার কবরের ভিতর।।