চলেই যখন গেছো মোরে ছেড়ে
কেন বেদনা টুকু রেখে গেছো মোর কাছে
ভালোই তো আছি আজ তোমায় ভালোবেসে
কেন দেও আবার নিষ্ঠুর দেখা তুমি মাঝে মাঝে
জানো না কিছু যখন তুমি চিনোই না আমাকে
তাহলে কেন থেমকে দাঁড়ার মন বারে বারে
তুমি আসলে পাশে হাসলে প্রাণ খুলে
নিরবে কাঁদিয়ে গেলে আমার মনটাকে
তুমি সত্যি পারো বটে হাসিখুশি থাকিতে
আমার মুখ থেকে হাসির বাণী মুচে দিয়ে
তুমি দেখতে আমায় আসো নাই জানি
তুমি এসে ছিলে শুধু কাঁদাতে আবার নতুন করে
কিন্তু তুমি হেরে গেলে নাকি জিতে গেলে
বোঝতে পারলাম না আমি কিছু
কিন্তু আড়ালে ঠিকই আমি চোখের জল ফেলছি
কি করবো বলো, তোমায় কি করেই বা ভুলবো
সব মিচে হলেও ভালোবাসাটা তো মিচে নয়
তোমাকে দেখে আমার ভালোই আছো মনে হলো
কষ্ট কি করে পাবে হারাও নাইতো আপন কাউকে
হারিও না তুমি তোমার আপন মানুষদের
এতো কষ্ট সইবার ক্ষমতা তোমার হয়তো নাই যে
তাই তুমি থাকো মহাসুখে, বেঁচে থাকো শতবছর ধরে
আমার চলে যাওয়ার পথ চলে আসছে খুব কাছে।।