পিচ্ছি বেলা খেলতে পারিনি আমি
শত্রুদের শত্রুতার কারণে
ধীরে ধীরে করেছি আমি পড়ালেখা
মরণটাকে নিজের মাঝে পুজি করে
তবু আমি কাঁদতে পারিনি ছেলে হয়েছি বলে
তারপরও শুনিছি আমি লোকে মুখে কথা
সব কিছু মেনে নিয়ে হেঁটেছি সামনে দিকে একা
দুঃখের রাজ্যে আসল এক কন্যা রাজকুমারী রুপে
তারে দেখলে ভুলে যেতাম সব কষ্ট নিমিসেই
সেও আমায় দিতো সময় থাকতো আমার পাশে
আমার সকল দুঃখের কাহিনী শুনে, জরিয়ে ধরতো তার বুকে
মনটা আমার হালকা হতো বলে সব কথা
সেও আমায় কষ্ট দিলো, দিয়া গেলো ছ্যাকা
না কাঁদা চক্ষু আমার হয়ে গেলো লাল
ঝরনার মতো ঝড়ে পড়লো "দুই নয়নের জল"।।