আড্ডা জমা এক বিকেলে
চোখ যায় দুর অজানার
হঠাই কাউকে ভালো লাগা
অচেনা মুখের ঐ মায়া
এক ঝাক কথা বলতে চাওয়া
তবু নিরবে শুধু পিছু পিছু চলা
তার ঐ আড়িচোখের চাওনি
হঠাই তার প্রেমে পাগলামী
আর কত দ্বিধা মনে নিয়ে
প্রথমে তার মুখোমুখি হওয়া
আর তাকে কিছু বলতে চাওয়া
সব দ্বিধা ভুলে বলে দেওয়া
আমি তোমাকে ভালোবাসি
তারপর দুইটি মন এক হওয়া
এক সাথে পাশাপাশি দুজনে চলা
চার চোখে কত যে স্বপ্ন আঁকা
দুজনে সব সময় মিশে থাকা
তাকে ঘিরে অনেক স্বপ্ন দেখা
নির্ভাব মগ্ন দুজনে বেঁচে থাকা
এক সময় বেড়ে যায় ব্যস্ততা
কারো খোজ বা হয় না দেখা
জমে যায় অভিমান, দুঃখ, কষ্ট
অগোচরে বেড়ে যায় দুজনের অবহেলা
জ্বীদের জন্য হয়ে যায় ভালোবাসা অন্ধ
বাতাসে ভেসে বেড়ার মন পোড়া গন্ধ
গল্পটা হয়ে যায় এক সময়
মন ভাঙ্গা দুইটি প্রাণ।।