গল্পগুলো তোর সব মিথ্যে ছিলো
বোঝতে পারিনি কখনোই আমি
আমি মিথ্যে স্বপ্ন দেখিতাম
ছলনাময়ী তোর মাঝে হারিয়ে
বুকে নিয়ে তুই কেদে বলেছিলি
আমায় ছেড়ে যেও না কখনোই
কোথায় গেলো তোর মিথ্যে কান্না
এখন কি মনে পড়ে না আমায়
কেমন ভালোবাসা তুই আমায় জরালি
ভুলিতে পারি না আমি কিছুতেই
কি করে ভুলে গেলি তুই আমারে
ও ছলনাময়ী মেয়ে রে তুই ছলনাময়ী
মিষ্টি হেসে তুই বলতি আমায় কত
তোমায় ছাড়া লাগে বড় একা আমার
এখন কেনো তুমি আমায় দেখলে পড়ে
থাকো সব সময় মুখ ঘুমরা করে
একটা সময় তুমি কাঁদবে অনেক
আমার ভালোবাসার শুন্যতার
হাজার ডাকলে পড়েও তখন তুমি
পাবে না খুজে কোথাও আমায়
এ কেমন ভালোবাসার তুই জরালি আমায়
ভুলিতে পারি না ছলনাময়ী তোমায়
একদিন খুব বড় হবো আমি
থাকবি না সেদিন আমার যোগ্য তুই
দেখবি দূর থেকে পুরবি নিরবে
পাবি না আর সে অধিকার
খুজবি ঠিকি তুই আমায় তখন
হবে না তখন কোনো লাভ আর
আমিও তো ভুলে যাব তোর ঠিকানা
হয়ে যাব আমি অন্য কাহারো
এ কেমন ভালোবাসার তুই জরালি
ওরে ছলনাময়ী মেয়ে রে তুই বড় ছলনাময়ী।।