দুই প্রান্তের দুই মানুষ ছিলাম আমরা
চিনতাম না কেউ কাউকে কখনোই আর
হঠাত করেই হলো যে দেখা
আড়ি চোখে কিছুক্ষণ পথ হাঁটা
ধীরে ধীরে হলো আলাপন
অচিনা থেকে হলো চিনার পরিচয়
দিনকে রাত, রাতকে দিন করে হলো কথা
খুব তারাতারি এক হয়ে গেলো দুই মনেরি কথা
শুরু হয়ে গেলো প্রেমময় সেই সব আলাপন
হাসাহাসি গালগল্পে মেতে থাকতো সারাক্ষণ
কত কথা, কত স্বপ্ন ভাসিতো চোখেরি সামনে তখন
অবশেষে এলো কাল হারিয়ে গেলো সেও আজ
পড়ে না তো মনে আর সেই দিনিরি কথা
বেশ সুখেই আছে নাকি ভাবে না আমারি কথা
আমিও ভালো আছি আমারি জায়গার
শুধু তুমি নেই পাশে আমার।।