স্বপ্ন ঘন জীবনের মাঝে
গিটগিটা অন্ধকার কেন যে সাজে
নিস্তদ্ধ পৃথিবীটাতে নিস্তদ্ধ রাতে
ফুপিয়ে ফুপিয়ে হ্নদয়টাও কারো জন্য কাঁদে
কান্নার জলেও রাতের আধায়টাও ভিজে
তবুও তোমার পাষান হ্নদয় না গোলে
তোমারি অপেক্ষার তবু আমার মন দিন গোনে চলে
জানি তুমি আসবে না কখনো আর ফিরে
তবু তোমায় ফিরে পাওয়ার বেকুলতা মনের মাঝে
তুমিহীনা জীবনটা আমার একলা লাগে
কি কারণে তুমি আমায় ছেড়ে গেলে
নিরবে বসে ভাবি আমি একলা মনে মনে
থাকতে পারব কি তোমায় ছাড়া বেঁচে
জানি না জীবনের শেষ কোনখানে
তুমিহীনা জীবন বড় একলা যে লাগে।।