সুযোগ পেলেই আবার গল্প লিখব,
ভোরের শিশির নয়, মধ্যাহ্নের কপাল পোড়া সূর্যও নয়,
লিখব; সাধারণ প্রেমের অভিমানী চিঠি।
ঠোঁট কাপানো কথার ছোঁয়া কিছুটা আবেগ মাখা,
যেভাবে ভেজা বৃষ্টির গন্ধ।
স্মৃতির অভিযানে স্বপ্নেরা স্বাধীন-বিষুবরেখার চিত্ত,


একবার কুড়িয়ে নিতে পারতে সব...
ডায়েরির নিবিড় পাতায় সংশোধনী নকশালদের আঁকাবুকি
ফোস্কাপরা অগোছালো একরাশ দিনের হাসি,
নিতে পারতে খুচরো বায়নায় কেনা
না বলা কথার কুঁড়ি।