সম্পর্কগুলো নাকি এমনি তলিয়ে যায় !
বেঁচে থাকার ভান করেও কি, বেঁচে থাকা যায় না!
যেখানে কোনো দৃষ্টি পৌঁছোয় না
সেখানেই তো সম্পর্কগুলো বেঁচে থাকে...
কেনো! দেখোনি সমুদ্রের নীল ঢেউগুলো কিভাবে
রাতে চাঁদের বুকে মাথা রেখে ঘুমায়!
দেখোনি! মেঘের আড়ালে তারারা
কেমন বিশ্রাম খুঁজে নেয়!


একমুঠো অভিমান কি আজও বারবার তোমার
কাছে বায়না ধরে !
নাকি তোমার আকাশে ডানা ছেড়া পাখিরা
ভিড় করে!
যদি হারিয়ে যাও!দিনগুনা ফাটা ঠোটে আজ
একবার হাসবে!
যেমনি করে হাসে আমর খামখেয়ালি স্বপ্নেরা ।