রাত-দিন গুনা দুটি তারা
জানালার পাশে, হাতছানি দেওয়া কবর
সান্নিধ্যের কাছ ঘেঁষে দাঁড়িয়েছে।
মানুষ আজ ধর্মের তুলাদন্ডে মান্য
কম্পাস আর পেন্সিলে নাকি
গোটা পৃথিবী।


আমার যুদ্ধের সৈনিক ব্যস্ত
তোমার দিন ভাঙ্গা কেতনে
ঘা দিতে।
এক জাতির শরীরে নেই নাকি
স্বাধীনতার রক্ত!


আমি ছিঁড়েছি রক্তে মাখা কালো শিরা।
আমি দেখেছি দিনের পড়ন্তে
পাহাড়ে টানা সবুজ দাগ,
আর সমুদ্রের ঢেউয়ে খেলে যাওয়া
জাতীর স্লোগান।
দিনের শেষে,
মানুষ  রক্তচোষা প্রাণী হয়।