হালকা একপশলা নিকোটিনের ধোঁয়া
ঘরভর্তি কুয়াশায় ঢাকছে
পুরাতন দিনের সমগ্রতার আলো।
দুহাত সম্পর্কের আছিলায় ধোয়া।।


কারো স্বপ্নের দ্বার ঠুকো- দেখো
কেনো অসফল রাত্রির কাহিনির শেষটাকে!
দিনরাত শুধু দূষিত অতীত
পা টিপে চলেছে ঘন রাজ্যের দু-সীমানাতে।


বেঁচে থাকা জীবন নাম পাল্টায়
দীর্ঘ মেয়াদী অপেক্ষায়। হ্যাঁ
আমি তো মৃত।


নগ্ন ভাষার কবিতাগুলি খেলুক ইচ্ছাকৃতের দুলায়
না হওয়া বৃষ্টি ভেজা পাতা
একবার খোঁজ নিক তোমার কক্ষপথের।