আমার ঘরেও জ্বালা বাইরে জ্বালা
ওরে জ্বালা জমা বুকের মাজাড়ে ২য়
বন্ধুর বিরহ জ্বলে অনল ধিকিধিকি
ওরে প্রেম অনলে পুড়িয়ে ছাই করে ২য়


আমি ভালোবেসে হইলাম সর্বহারা
সখি আর ডাকিস না আমায় তোরা ২য়
এখন কলিজা পুড়ে হয়েছে আঙ্গারা
দেখ মন পোড়া ছাই বাতাসে উড়ে ২য়


স্বপ্ন ঘেরা দুটি চোখে দেখি আধার
হৃদয় মাঝে করে শুধুই হাহাকার ২য়
এই কি ছিলো তোমার মনে প্রাণে
দিয়ে গেলে আমায় ব্যথা উপহার ২য়


আমি সইবো কত তোমার জ্বালাতন
পোড়াও বন্ধুরে আমায় মনের মতন ২য়
কবি জীবন বলে ছেড়ে যাব এ ত্রিভুবন
হৃদয় হীনা বুঝবে ছিলাম কত আপন ২য়
রচনা কাল : ২২/০৩/২০২৩