মাহে রমজান ০২
জামাল উদ্দিন জীবন


ভালো আমল কিছু নিও তোমার সঙ্গের সঙ্গী করে
মাহে রমজানের শিক্ষার ব্রত মহান মানবের তরে
সৎ পথে দেখে চলো সত্য কথা মুখে ভাই বলো
ঘুষ পাপাচার বন্ধ করো জগতের কাজের মাঝে।


হারাম হালাল মেনে চলো তুমি ঘোষণাটা দেখে
লিখা আছে সব কিছু আল কোরআন হদিসেতে
মানুষ করো সকলে এই পণ সুন্দর হবে জীবন
সকলে মানুষরে ভাই গরীব দুঃখির পাশে দঁড়াই।


ঈদের আনন্দ ভাগাভাগি করে নেই সকলের তরে
খুশি মনে নতুন কাপড় দাও কিছু গরীব মনুষেরে
আনন্দ বিলিয়ে দাও মানুষ আর মানবতার ভীরে
আত্মতৃপ্তি পাবে আত্মশুদ্ধি হবে পাবে মনে প্রশান্তি।


হাসি মুখে দান ছদকা করো মুমিন বেশি বেশি করে
মোরা প্রতী সোহার্দের বন্ধন গড়ি কল্যান করি সমাজের
মঙ্গল হবে পরোকালে দ্বিগুন হয়ে আসবে আবার ফিরে
মাহে রমজানের শিক্ষা নিয়ে সুন্দর জীবন গড়বো ভুবনে।