আয়োজন
জামাল উদ্দিন জীবন


কত বসন্ত কত ফাগুন হয় গেলো পার
হলো না সময়  হৃদয় মন্দিরে আসার
গৃহ কোনে ফুটেছে পুষ্প কলি জবার
চরণ চপলা হস্ত যুগল বাড়িয়ে  এবার।


অপেক্ষায় পথ পানে চাও বন্ধু আসার
হিয়ার মাঝে দোলা দেয় অন্ত পুরে বাস
দক্ষিণা সমিরণে পরাণ খানি ডেকে কয়
আমার ছিলে থাকবে দুরে যাবে কোথায়?


নারী কুলে জন্ম আমার বুঝো মুখে ভিশন লাজ
তোমায় ভালোবাসি জনম জনম দীর্ঘ বরস মাস
তোমার ছবি যত্নে আঁকা রেখেছি  হৃদ মন্দিরে
আশার প্রদীপ বাঁচার প্রেরণা ভুলবে কেমন করে।


শত অপেক্ষা শত আয়োজন জীবনের চারি পাশে
রঙে রঙে রাঙাবো জীবন তোমায় ভালোবেসে
তুমি নেই পাশে ভ্রমরের গুঞ্জন সেও থেমে গেছে
বাতায়নে ঘেরা পুষ্প বাগান তরু গুলি শুধু আছে।


অমানিশা অন্ধকার জুড়ে থাকে চলার চারি পাশে
তুমি হীনা মনের মুকুল বলো কেমন করে হাসে
অপেক্ষার প্রহর গুনে ক্ষণে ক্ষণে কেঁদে উঠে মন
সাজাতে জীবন আপন হাতে করি শত আয়োজন।
রচনা কাল :১৮।০২।২০২১ ১ ঘটিকা