গীতি কবিতা ১২ চাঁদনি রাতে চাঁদের সাথে হয়েছিল মিতালী
জামাল উদ্দিন জীবন


চাঁদনি রাতে চাঁদের সাথে হয়েছিল মিতালী
চন্দ্র তার খেলা করে গেয়েছি কত গীতালি ২য়
অজানা দেশে গিয়ে বল কোথায় হারলি  
খুঁজে বেড়াই তোকে ওগো স্বপ্নো  কেন দেখালি ২য়


সাথী রে আমার কথা নেই কিরে তোর মনে
বন্ধু রে আমার ছবি ভাসে না তোমার  পরাণে ২য়


স্বপ্ন ঘেরে দু নয়নে দেখেছি কত  সুখের স্বপন
এই জগতে ছিলাম নাকি আমি তোর আপন ২য়
প্রিয়জন না করে  করে ছিলে শুধু  প্রয়োজন
মনটা ভাংগার যত্নে করলে বিশাল আয়োজন ২য়


কি যে অনল বুকের মাঝে পুড়ে তিলে তিলে
জল দিলেও নিভে নারে আরো দ্বিগুণ বাড়ে  ২য়
সুখের বাসর গড়েছ নিয়ে আজ নতুন সাথী
তোর বিরহে দিবা নিশি এখন একেই থাকি  ২য়


সাথীরে আমার কথা নেই কিরে তোর মনে
বন্ধু রে আমার ছবি ভাসে না তোমার পরাণে


গীতিকার ও সুর কার জামাল উদ্দিন জীবন
রচনা কাল : ০৭.০৭.২০২০